শিরোনাম
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সাইবার নিরাপত্তা আইন যেন বিরোধী মত প্রকাশে প্রতিবন্ধকতা না হয়

বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, সাইবার নিরাপত্তা আইন যেন বিরোধী মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির হাতিয়ার না হয়। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় রাজনৈতিক উপকমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশ-বিদেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা নিয়ে সমালোচনা করা হয় এবং তা বাতিলের আহ্বান জানানো হয়েছিল। সরকার এখন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেছে, কিন্তু সাইবার নিরাপত্তা আইনের কিছু ধারা এখনো ডিজিটাল নিরাপত্তা আইনে থেকে গেছে। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান।

সর্বশেষ খবর