শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মিতু হত্যা মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় তৃতীয় দিনে শেখ মোহাম্মদ মোস্তাইন নামে একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়। চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশিদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মিতু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষী কাজী আল মামুনকে আসামি পক্ষের জেরা শেষ হওয়ার পর শেখ মোহাম্মদ মোস্তাইনের সাক্ষ্যগ্রহণ করা হয়। তিনি বলেন, বাবুল আক্তারের আইনজীবীরা সময়ের আবেদন করেছিলেন। সেটা শুনানি শেষে আদালত খারিজ করে দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেছেন। শেখ মোহাম্মদ মোস্তাইনসহ মোট ১০জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। মিতু খুন হওয়ার পর তার স্বামী, সে সময়ের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেন। নানা নাটকীয়তা শেষে পিবিআইয়ের তদন্তে এখন তিনিই এ মামলার আসামি।

সর্বশেষ খবর