রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মধ্যরাতে বেপরোয়া গাড়ির ধাক্কায় গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় হেমায়েত মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রিকশার যাত্রী ছিলেন। এতে রিকশাচালক মিজানুর রহমান আহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে বিএএফ শাহীন কলেজের বিপরীত পাশে দ্রুত গতির একটি প্রাইভেট কার রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশা উল্টে যাত্রী ও চালক আহত হন। পুলিশ জানিয়েছে, পথচারীরা দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হেমায়েতকে মৃত ঘোষণা করেন। তিনি মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন। সেখানে সবজি বিক্রি করতেন। প্রতি রাতে মিরপুর-১ নম্বর পাইকারি বাজার থেকে সবজি কিনে আনতেন। শুক্রবার রাতে রিকশায় সবজি আনতে মিরপুর যাচ্ছিলেন।

 এদিকে গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজীরগাঁও এলাকায় বাসার সামনে সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামে দুই বছর শিশু নিহত হয়েছে। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান জানান, প্রাইভেট কারটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। আহত রিকশাচালক মিজানুরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল থেকে স্থানান্তর করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেট কারের ধাক্কায় একটি মোটরসাইকেল ও একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত হয়। হেমায়েত মিয়া নিহতের ঘটনায় তার জামাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে প্রাইভেট কার চালককে আসামি করে তেজগাঁও থানায় মামলা করেছেন। এ ছাড়া গাড়ির ভিতরে মদ পাওয়া গেছে, এ জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে ওই প্রাইভেট কার চালকের বিরুদ্ধে তেজগাঁও থানায় আরেকটি মামলা করেছেন। স্থানীয়রা জানান, মদ্যপ অবস্থায় ওই চালক গাড়ি চালাচ্ছিলেন। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একটি মোটরসাইকেল ও রিকশাকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট কারের সামনেও দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পরপরই প্রাইভেট কার চালক দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজীরগাঁও এলাকায় বাসার সামনে সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামে দুই বছর শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরিয়মের চাচা মো. শামীম মিয়া বলেন, কাজীরগাঁও বাসার সামনে রাস্তায় খেলাধুলা করার সময়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিল মরিয়ম। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। বাসার সামনে রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। লাভলু হোসেন ও রিভা বেগম দম্পতির একমাত্র সন্তান ছিল মরিয়ম। তাদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার। লাভলু পরিত্যক্ত কাগজের কারখানায় কাজ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর