শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মামুনুল হকসহ আলেমদের মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন

-খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। তিনি বলেন, আলেমদের মুক্তি না দিলে দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে এবং তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে।

গতকাল পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আজিজুর রহমান হেলাল।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে তা দেশের মানুষ বিশ্বাস করছে না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, মানুষ কষ্টে দিন পার করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে।

সর্বশেষ খবর