সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

২৫ পর্যটক উদ্ধার, ঝরনায় পড়ে একজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় আটকে পড়া ২৪ দেশি পর্যটককে জীবিত এবং এক পর্যটককে মৃত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

গতকাল সকালে উপজেলার দুর্গম দোছড়ি এলাকার ছাইম্প্রা ঝরনা থেকে তাদের উদ্ধার করা হয়। মারা যাওয়া পর্যটকের নাম আতহার ইশরাক রাফি। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে আসা ২১ জনের পর্যটক টিম ও চারজন ট্যুরিস্ট গাইডসহ আলীকদম হয়ে ছাইম্প্রা ঝরনা দেখতে গিয়ে বন্যার কবলে পড়ে  সেখানে আটকে যান। তাদের আটকে পড়ার খবর পেয়ে আলীকদম সেনানিবাস থেকে একটি টিম গতকাল ভোরে সেখানে পৌঁছে এবং ২৫ জনের মধ্যে ২৪ জনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে আলীকদম উপজেলা সদরে নিয়ে আসে।

সর্বশেষ খবর