সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সংঘাত থেকে পরিত্রাণ দিতে পারে ইসলাম

-------- ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী সংঘাত চলতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে পুরো দেশ ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি। এ অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে একমাত্র ইসলাম। গতকাল জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে ‘সংঘাত ও সংঘর্ষ থেকে জাতিকে রক্ষার উপায়’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, আবু জাফর মুহাম্মাদ ইকবাল, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, মুহাম্মাদ আমীর হোসাইন, মো. নুরুদ্দিন,  মো. আজমুল হক, আসাদুজ্জামান, মো. সোহেল ও মিনহাজ উদ্দিন। ২৬ আগস্ট বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এবং একই সময়ে ২৭ আগস্ট মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করে ইসলামী সমাজ।

সর্বশেষ খবর