সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
র‌্যাবের অভিযান

সুন্দরবনে আট বনদস্যু গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ সময় বনদস্যুদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- বাহিনী প্রধান আসাবুর সানা (৪৩), শরিফুল ঢালী (৩৭), শাহিন সানা (২৭), ইস্রাফিল সানা (২৭), শফিকুল ইসলাম (৩২), রাকিব ফরাজি (২২), সোহান মৃধা (১৯) ও আকবর আলী শেখ (২৫)। গতকাল খুলনার লবণচরায় র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নিকটবর্তী দাকোপে অভিযান চালানো হয়। সেখান থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা ও শাহীন আলমকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতারখালী থেকে একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড পিস্তলের ও আট রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। পরে দাকোপ ও মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আসাবুরসহ ছয়জনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, আসাবুর ২০০৩-২০০৭ সাল পর্যন্ত মৃত্যুঞ্জয় বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। আসাবুর এর আগে একটি অস্ত্র মামলায় তিন বছর কারাভোগ করে ২০১৫ সালে জামিনে মুক্তি পান। পরবর্তীতে ২০১৬ থেকে বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর উপপ্রধান ছিলেন। ছোট জাহাঙ্গীর ২০১৯ সালে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেলেও আসাবুর আত্মসমর্পণ করেননি।

সর্বশেষ খবর