বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হত্যা ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় পঁচাত্তরে : আমু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘বাংলাদেশে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের সূচনা হয় পঁচাত্তরে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান হত্যাকারীদের পুনর্বাসন, সংবিধানের মূলনীতি পরিবর্তন এবং ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। সেই ধারাবাহিকতা ধরে রাখেন খালেদা জিয়া। তিনি ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেন।’ গতকাল বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর অ্যাম্বাসেডর মাশফি বিনতে শামস্।

আমির হোসেন আমু বলেন, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার অর্জন। আদালতের রায়ে সংবিধানে একে বাতিল করা হয়েছে।

 

সর্বশেষ খবর