বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে শ্বাসরোধে মেহেরুন্নেসা মীম (১৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামী সোহেল পলাতক। গতকাল বেলা সোয়া ৩টায় মীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। জানা গেছে, মীমের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি স্বামী সোহেলের সঙ্গে কামরাঙ্গীরচরের ভাড়া বাসায় থাকতেন।

তার বড় বোন তন্নিকা জানান, চার বছর আগে প্রেম করে সোহেলকে বিয়ে করে মীম। তাদের দুই বছরের একটি ছেলেও আছে। বিয়ের পর থেকেই মীমকে সোহেল বিভিন্নভাবে নির্যাতন করত। গতকাল দুপুরে মীমকে বাথরুমে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। চিকিৎসকদের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গৃহবধূকে হত্যার পর স্বামী পলাতক রয়েছেন।

সর্বশেষ খবর