বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
ছাত্রী ধর্ষণ মামলা

আইডিয়ালের মুশতাকের আগাম জামিন আবেদন ফেরত

নিজস্ব প্রতিবেদক

এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদের আগাম জামিন আবেদন ফেরত দিয়েছেন হাই কোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল আবেদনটি ফেরত দেন। এর আগে বিষয়টি শুনানির জন্য উঠলে খন্দকার মুশতাক আহমেদের উদ্দেশে একপর্যায়ে আদালত বলেন, ‘আপনি কাজটি নৈতিকভাবে ঠিক করেননি।’

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানটির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ নালিশি মামলা করেন শিক্ষার্থীর বাবা। মামলায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয় শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে। আদালত বাদী ছাত্রীর বাবার জবানবন্দি গ্রহণ করে মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার আদেশ দেন।

সে অনুযায়ী মামলাটি থানা-পুলিশ নথিভুক্ত করে। এ মামলায় হাই কোর্টে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান খন্দকার মুশতাক আহমেদ। জামিন আবেদনের শুনানি থাকায় আদালতে হাজির হন তিনি। মুশতাকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সোহরাব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

অধ্যক্ষের জামিন স্থগিত হয়নি : ১৪ আগস্ট ওই মামলায় হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন। ফলে ফাওজিয়া রাশেদীকে হাই কোর্টের দেওয়া আগাম জামিন বহাল রইল বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর