বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আড়িয়াল বিলের স্যাটেলাইট ম্যাপ হাই কোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অবস্থিত আড়িয়াল বিলের ২০১০ ও ২০২২ সালের প্রকৃত স্যাটেলাইট এরিয়াল ম্যাপ দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটে আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পূর্ত সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ চার বিবাদীর প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। একইসঙ্গে আড়িয়াল বিলে যাতে কেউ মাটি ভরাট, নির্মাণ ও দখল কার্যক্রম করতে না পারে, তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদফতরের পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে এ আদেশ নিশ্চিত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রুলে আড়িয়াল বিল সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং আড়িয়াল বিলে অবৈধ দখল, ভরাট, স্থাপনা অপসারণ ও বিলটি সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাই কোর্ট।

গত ২২ জুলাই একটি ইংরেজি দৈনিকে ‘আড়িয়াল বিল আন্ডার থ্রেট’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ১৩ আগস্ট রিট করা হয়। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ঢাকা শহরের বন্যা প্রতিরোধে ভূমিকা রাখে আড়িয়াল বিল। জলাশয় সংরক্ষণ আইন -২০০০, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, পানি আইন-২০১৩ এর বিধান অনুসারে জলাশয় ভরাট শাস্তিযোগ্য অপরাধ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর