বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হাফেজ রেজাউল হত্যার বিচার দাবিতে সর্বদলীয় ছাত্রঐক্যের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

হাফেজ রেজাউল হত্যার বিচার দাবিতে আগামী ১৮ আগস্ট বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল ও আগামী ২৪ আগস্ট বিকাল ৩টায় শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে সর্বদলীয় ছাত্রঐক্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, হাফেজ রেজাউলের হত্যাকাণ্ডের পর প্রশাসন কেন তৎপর হবে না? কেন আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থী হত্যার বিচার চাইতে হবে? স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও ন্যূনতম এসব মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য রাজপথে নামতে বাধ্য হওয়াটা-আমাদের জাতীয় দেউলিয়াত্বের কথাই প্রমাণ করে।

এ সময় কামাল উদ্দীন, এহতেশামুল হক সাখী, মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, তানযিল আমীন, খালেদ মাহমুদ, দেলোয়ার হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর