বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

যুগান্তর সম্পাদকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

মানহানির অভিযোগে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলমসহ দুজনকে আসামি করে ঢাকার আদালতে মানহানি মামলা দায়ের হয়েছে। অপর আসামি হলেন পত্রিকাটির কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আগামী ১৪ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন, গত ১০ আগস্ট দৈনিক যুগান্তর পত্রিকায় ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড : কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

বাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে বিবাদীরা বাদীর মান সম্মান নষ্ট করার জন্য এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরস্পর যোগসাজশে একটি কুচক্রী মহলের প্ররোচনায় এই সংবাদটি প্রকাশ করেছেন। এই সংবাদে বাদীর ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর