বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নেপথ্যে কুশীলবদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ধর্ম-বর্ণ-নির্বিশেষে তিনি যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, সেই সংগ্রামের আলোকেই দেশের স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে তার কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ ধর্মীয় স্বাধীনতার পথে এগিয়ে চলেছে।

এ সময় সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর