রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জাবিতে নির্মাণাধীন মসজিদের ছাদধস

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল সকাল ৯টার দিকে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে এ ঘটনা ঘটে। সরেজমিন দেখা যায়, মসজিদটির ছাদের দক্ষিণ ও পশ্চিম অংশের সাইড শাটার পুরোপুরি ধসে পড়েছে। ফলে ছাদের ঢালাইকরা অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ছাদ ধসে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কাজের মান নিয়েও সমালোচনা করেছেন অনেকেই। শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, নির্মাণকাজের শুরুতে ছাদ ধসে পড়লে মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি তো কোনো বিশেষজ্ঞ নই। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত। তবে কাজের মান বজায় রাখার ক্ষেত্রে কোনো ফাঁকি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ফরমিলা আক্তার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাইয়ান বিন শাহজাহান। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সর্বোচ্চ মান বজায় রেখে মসজিদের কাজ পরিচালনা করা হচ্ছে। টানা ১০ দিনের বৃষ্টিতে ভিজে পানি জমে যাওয়ায় ধসের ঘটনা ঘটেছে। কাজের মধ্যে কোনোরকম গাফিলতি ছিল না। আমরা এখন ছাদের ঢালাইকরা অংশ ভেঙে ও পুরো সাইড শাটারটি খুলে পুনরায় নতুন করে ছাদের নির্মাণকাজ শুরু করব। সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব বলেন, আমরা নির্মাণকারী প্রতিষ্ঠানকে পুনরায় নতুনভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছি।

 

সর্বশেষ খবর