রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চুরির অপবাদে শিশুকে মারধর মামলা তুলে নিতে হুমকি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীতে কবুতর চুরির অপবাদে সীমান্ত (১৩) নামে এক শিশুকে নিমর্মভাবে মারধর করে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মাথাসহ গোটা শরীরে গুরুতর আহত হওয়া ওই শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এ ঘটনায় প্রভাবশালী আসামি পক্ষ মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এদিকে মামলার পর থেকে গাঢাকা দিয়েছে অভিযুক্ত। মামলা সূত্রে জানা গেছে, রংপুর নগরীর ধাপ সর্দারপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সীমান্ত (১৩) হাজীপাড়া মাদরাসার নুরানী বিভাগে লেখাপড়া করে। ১২ আগস্ট রাত ৮টার দিকে সীমান্ত তার বন্ধুদের নিয়ে ধাপ হাজীপাড়ার মনছুর আলীর বাড়ির রাস্তা অতিক্রম করছিল। এ সময় কবুতর চুরির অপবাদ দিয়ে সীমান্তসহ তার বন্ধুদের ধাওয়া করে মনছুর। এতে সীমান্তের অন্য বন্ধুরা দৌড়ে পালিয়ে গেলেও সে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। মনছুর আলী সীমান্তকে পেয়ে বাড়ির ভিতরে নিয়ে গাছের ডাল, লোহার চেন দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে সীমান্তের মাথায় দা দিয়ে কোপ মারা হয়। সীমান্ত অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

সর্বশেষ খবর