রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মেড ইন বাংলাদেশকে তুলে ধরতে ইউরোপে ইনোভেশন রানওয়ে

নিজস্ব প্রতিবেদক

নেদারল্যান্ডের আমস্টারডামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন রানওয়ে’। নেদারল্যান্ডস বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত দুই দিনব্যাপী ‘বেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী আগামী ৪ সেপ্টেম্বর শুরু হবে। গতকাল বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ইনোভেশন রানওয়ের মাধ্যমে উদ্ভাবনের দিক থেকে বাংলাদেশের শিল্পে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে এবং সক্ষমতা অর্জন করছে সেটি তুলে ধরা হবে। ‘বাংলাদেশে তৈরি’ অভিনব ও উচ্চমূল্যের পণ্যগুলো এই ফ্যাশন শোতে প্রদর্শন করা হবে। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ইনোভেশন রানওয়ের উদ্দেশ্য হলো উচ্চমূল্য পণ্যের লেবেল হিসেবে মেড ইন বাংলাদেশকে সবার কাছে তুলে ধরা। তিনি বলেন, ইউরোপের প্রাণকেন্দ্রে ইনোভেশন রানওয়ে আয়োজনের মাধ্যমে আমরা পশ্চিমা ক্রেতা ও ভোক্তাদের কাছে টেকসই ও উদ্ভাবনী পণ্য উৎপাদনে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরতে চাই।

সর্বশেষ খবর