রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : জাগপা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবি জানিয়েছে জাগপা। এ ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে বিলম্ব করলে খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায়দায়িত্ব বহন করতে হবে বলে উল্লেখ করেন জাগপা নেতারা। গতকাল জাগপার কেন্দ্রীয় কার্যলয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান খন্দকার বলেন, বেগম খালেদা জিয়াকে দেশে চিকিৎসা দেওয়ার আর কিছু নেই। মেডিকেল বোর্ডই জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার জন্য বলেছে। সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক এস এম সাহাদত, সহ-সভাপতি মুন্সী মফজুলু ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসন শিল্পী ও সাইফুল আলম, ঢাকা মহানগর সভাপতি মো. হোসেন মোবারক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর