শিরোনাম
সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জাপার দশম সম্মেলনের প্রস্তুতি রওশনপন্থিদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির দশম সম্মেলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অনুসারীরা। রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবিলার সময় এসেছে। তাই সাংগঠনিক শক্তি নিয়ে নেতা-কর্মীদের প্রস্তুত হতে হবে। শিগগিরই অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন। এর পরপরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই এ দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই আপনাদের প্রস্তুতি নিতে হবে। গতকাল রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, এরশাদপুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদ, জাপা নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, কারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, এম এ গোফরান, রফিকুল হক হাফিজ, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, জাপা নেতা ফখর-উজ্জামান জাহাঙ্গীর, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, জাপা নেতা শাহ জামাল রানা, আবদুল আজিজ চৌধুরী, নুরুল ইসলাম      নুরু প্রমুখ।

সর্বশেষ খবর