বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইএফডিএমএস রাজস্ব আহরণ গতিশীল করবে

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) রাজস্ব আহরণ আরও গতিশীল করে তুলবে। গতকাল রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ভ্যাট আদায়ের ইলেক্ট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বক্তব্য রাখেন জেনেক্স ইনফোসিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ জালাল উদ্দিন। অর্থমন্ত্রী বলেন, পুরো বিশ্ব এখন অটোমেশনের দিকে ঝুঁকেছে। ভারতসহ আরও অনেক দেশে ভ্যাট আহরণের জন্য অটোমেশনের ব্যবহার করা হচ্ছে। এতে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পাবে। আমরা যখন শুরু করেছিলাম বাজেটের আকার তার থেকে এখন ১০ গুণ বেড়েছে। গত ১৫ বছরে দেশে অনেক নতুন কর্মসংস্থান তৈরি করেছে সরকার। যার ফলে বাজেট বেড়েছে এবং ভ্যাট আহরণ বৃদ্ধি পেয়েছে। তাই আমি ২০১৯ সালের বাজেট বক্তৃতায় ভ্যাট-ট্যাক্স আহরণ অটোমেশনের কথা বলেছিলাম। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, অটোমেশনের মাধ্যমে যদি দেশ এগিয়ে যায় আমরা উপকৃত হব। তবে ব্যবসায়ীদের যেন হয়রানি না করা হয়। ইএফডি সুন্দর পরিকল্পনামাফিক, এতে সবাই উপকৃত হবে। ভ্যাটের পরিধি বাড়ানো দরকার। এখন যারা দিচ্ছে তারা সবসময় দিয়ে যাচ্ছে।

ব্যবসায়ীরা মান সম্মানের সঙ্গে ভ্যাট, ট্যাক্স দিতে চায়। তারা হয়রানির শিকার হতে চায় না।

ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আহরণে এনবিআরের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ইএফডি বা ভ্যাট যন্ত্র বসাবে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সর্বশেষ খবর