শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
র‌্যাবের ভেজালবিরোধী অভিযান

১০টি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে নকল ও ভেজালবিরোধী অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে গতকাল বিকাল সাড়ে ৩টা পর্যন্ত যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ ও বিক্রি করায় প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। বিএসটিআই ও র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে কোয়ালিটি মেটালকে ১ লাখ টাকা; অন্নেশা কর্পোরেশনকে ১০ লাখ টাকা; ন্যাং-ফ্যাং ক্যাবলসকে ২ লাখ টাকা।

ফাহিম প্লাস্টিককে ২ লাখ ৫০ হাজার টাকা; সাবিয়া অ্যান্ড সামিয়া পাইপকে ২ লাখ ৫০ হাজার টাকা; শাফায়াত কনজিউমার প্রোডাক্টসকে ২ লাখ টাকা; রেনটা ফুড অ্যান্ড কনজিউমারকে ২ লাখ টাকা; তৃশা ইলেকট্রো প্রোডাক্টসকে ৫ লাখ টাকা; হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ টাকা এবং রিয়াল পলিমার অ্যান্ড পাইপকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ৫০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি ও ভেজাল ভোজ্যতেল জব্দ ও ধ্বংস করা হয়।

সর্বশেষ খবর