শিরোনাম
শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৪৩ পণ্য রপ্তানিতে নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক

দেশের রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার লক্ষ্যে সরকার চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত ৪৩ ধরনের পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রদান করবে। এসব পণ্য রপ্তানিতে ১ থেকে ২০ শতাংশ পর্যন্ত সহায়তা দেওয়া হবে। এর মধ্যে আটটি পণ্য রপ্তানিতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা মিলবে। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রোপ্রসেসিং) কৃষিপণ্য, বৈচিত্র্যকৃত পাটপণ্য, ফার্মাসিউটিক্যালের কাঁচামাল, ১০০ ভাগ হালাল মাংস ও ১০০ ভাগ হালাল প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্য, আলু, পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন ও জুট পার্টিকেল বোর্ড, শস্য ও শাকসবজি বীজ, আগর ও আতর রপ্তানির বিপরীতে রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা দেবে সরকার। রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তার আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানো যাবে। তবে নিরীক্ষা কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে। রপ্তানি নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য শর্তসহ সব সার্কুলারের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

 

সর্বশেষ খবর