রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মুসলিমের অনৈক্য রোধে আলা হজরতের দর্শন অনুসরণের বিকল্প নেই

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্যবদ্ধ করতে বরেণ্য ইসলামী দার্শনিক আলা হজরত ইমাম আহমদ রেজা খান বেরেলভির আদর্শ অনুসরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। তিনি বলেছেন, আজ বিশ্বব্যাপী অনৈক্য, হানাহানি মুসলিম জাতিকে বিভক্ত করছে। এই বিভক্তি, অপব্যাখ্যা রোধ করে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ করতে আলা হজরতের আদর্শের বিকল্প নেই। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইমাম আজম ও আলা হজরত গবেষণা পরিষদের উদ্যোগে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রেজা খান বেরেলভি (রহ.)-এর ১০৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে আলা হজরত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তি?নি এসব কথা বলেন। পরিষদের আহ্বায়ক উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের আহ্বানে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফীর সভাপতিত্ব করেন।

কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা সুফি মিজানুর রহমান, মুফতি তৌসিফ রেজা খান কাদেরী, শ্রীলঙ্কার হাফেজ এহসান ইকবাল কাদেরী, ভারতের মুর্শিদাবাদের মুফতি আলিমুদ্দীন রেজভী, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, মুফতি মাহমুদুল হাসান কাদেরী, ড. নাছির উদ্দিন নঈমী, মুফতি নাজমুস সায়াদাত ফয়েজী, ড. মাসুম বাকি বিল্লাহ, মাওলানা আবদুল হাকিম, মাওলানা আবু নাছের মোহাম্মদ মুসা, সাইফুদ্দিন আহমাদ, আজাদ হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর