সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ফারুকী হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ ইসলামী ছাত্রসেনার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। নূরুল ইসলাম ফারুকী হত্যার ৯ম মৃত্যুবার্ষিকীতে হত্যার বিচারিক কার্যক্রম বিলম্বিত হওয়ার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। ছাত্রনেতা সভাপতি সাইফুদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দফতরসচিব মুহাম্মদ আবদুল হাকিম, ঢাকা মহানগর সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দীন। আল্লামা স উ ম আবদুস সামাদ বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল ক্ষমতায় থাকাকালীন মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার না হওয়াটা সুফিবাদী মুসলমানদের মনে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার করার কারণে সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু ২৭ আগস্ট আল্লামা ফারুকী হত্যার বিচার আজও হিমাগারে কেন দেশের শান্তিকামী জনগণ জানতে চায়।

সর্বশেষ খবর