সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নেপাল থেকে জল বিদ্যুৎ আমদানি প্রায় চূড়ান্ত

-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি প্রায় চূড়ান্ত। আমরা নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ করতে চাই। যাতে শীতকালে নেপালে বিদ্যুৎ রপ্তানি করতে পারি। বিশ্বব্যাংক এক্ষেত্রে অর্থায়ন ও পরামর্শক দিয়ে সহায়তা করতে পারে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক আঞ্চলিক পরিচালক পঙ্কজ গুপ্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলে পাওয়ার হাব নির্মিত হচ্ছে। এ জন্য সঞ্চালন লাইন ও স্মার্ট গ্রিড তৈরিতে অর্থায়ন প্রয়োজন। উইন্ড ম্যাপিং হয়ে গেছে। প্রায় ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। এসব খাতে বিনিয়োগ প্রয়োজন। পুরাতন গ্যাস পাইপলাইন নতুন করে করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বব্যাংককে আরও বড় পরিসরে আমাদের পাশে চাই।

পঙ্কজ গুপ্তা এ সময় গ্যাস মিটারিং প্রকল্পের কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

সর্বশেষ খবর