মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জনগণ ২০০১ সালে ফেরত যেতে চায় না

ফারুক খান

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, জনগণ আর ২০০১ সালে ফেরত যেতে চায় না। জনগণের মনে ২০০১-২০০৬ সালের দুঃশাসনের স্মৃতি এখনো বিরাজমান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। বক্তব্য রাখেন উপকমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. শাজাহান আলম সাজু, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সদরঘাটে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুর রহমান মিয়াজী। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।

সর্বশেষ খবর