বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মরিচ গোলানো পানি ঢেলে নির্যাতন নারীকে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাম্পা আক্তার (৩৫) নামে এক নারীর শরীরে মরিচ গোলানো পানি ঢেলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই নারীর ভাই আইনউদ্দিন বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি অভিযোগ করেছেন।

ভুক্তভোগী চাম্পা উপজেলার পোগলা ইউনিয়নের সারারকোনা গ্রামের মৃত আবদুর রহমানের দ্বিতীয় স্ত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান প্রথম স্ত্রী রেনু বেগম মারা যাওয়ার পর চাম্পা আক্তারকে বিয়ে করেন। রেনু বেগমের ৫ ছেলে ও ১ মেয়ে রয়েছে। চাম্পা আক্তারের ১ ছেলে ও ৩ মেয়ে। আড়াই বছর আগে আবদুর রহমান মারা যান। এরপর থেকে রেনু বেগমের সন্তানদের সঙ্গে সম্পত্তি নিয়ে চাম্পা আক্তারের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে রেনু বেগমের ছেলে পুত্রবধূসহ বেশ কয়েকজন মিলে তাকে মারধর করে। এক পর্যায়ে চাম্পা আক্তারের শরীরে মরিচ গোলানো পানি ঢেলে দেওয়া হয়। অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ জানান, চাম্পা আক্তারের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার শরীরের থাকা কাপড়ে মরিচ গোলানো পানির কিছু দাগ পাওয়া গেছে। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর