শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
জাতীয়করণ দাবি

৩ সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচিতে যাচ্ছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক

২০১২ সালের ২৭ মের আগে স্থাপিত সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ৩ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল সংগঠনের সভাপতি মো. বদরুল আমিন সরকার ফরহাদ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তিনি বলেন, ‘জাতীয়করণের জন্য ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন ও ২০২১ সালে সাত দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছি। তখনকার সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসাইন আমাদের জাতীয়করণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। ৩ সেপ্টেম্বর শুরু হওয়া অবস্থান কর্মসূচি দাবি আদায় করেই শেষ হবে।’

ফরহাদ বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় এলে দেশের লাখ লাখ কোমলমতি শিক্ষার্থীর পাঠদান হবে। সেই সঙ্গে বেকারত্ব দূর হবে এবং ঘরে ঘরে চাকরির ব্যবস্থা হবে; যে বিষয়ে বর্তমান সরকার জাতির কাছে ওয়াদাবদ্ধ।

 

 

সর্বশেষ খবর