রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঝালকাঠি শ্মশানে লাশ নিয়ে তোলপাড়

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শ্মশানঘাটে এক বৃদ্ধার লাশ দাহ করার আগে জীবিত সন্দেহে পুরো শ্মশানঘাট এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মুহূর্তেই সেখানে গণমাধ্যমকর্মী ও উৎসুক মানুষ ভিড় জমায়। সিভিল সার্জন ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ছুটে যান সেখানে।

ঝালকাঠি জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি পরাণ কর্মকার জানান, তাদের সমিতির সদস্য মেঘা জুয়েলার্সের মালিক শান্তি কর্মকারের মা সাধনা রানী রায় (৮৫) গতকাল সকাল ৭টায় পোস্টঅফিস রোডের নিজ বাসভবনে বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেন। দুপুর ১টার দিকে তাঁকে দাহ করার জন্য পৌর শ্মশানে নেওয়া হয়। গেটে নেওয়ার পর সাধনা রানীর নাতনি মেঘা কর্মকার উপস্থিত স্বজনদের বলেন, তার দাদুর শরীর গরম, তিনি হয়তো জীবিত আছেন। তারপর বৃদ্ধাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালসূত্রে জানা গেছে, ওই বৃদ্ধার ইসিজি ও পালস পরীক্ষা করা হয়। বৃদ্ধা সাধনা রানী অনেক আগেই মারা গেছেন বলে স্বজনদের জানিয়ে দেয় হাসপাতালের জরুরি বিভাগ। গণমাধ্যমকর্মীদের সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘মৃত্যুর পর ৩ থেকে ৫ ঘণ্টা লাশ গরম থাকতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। তবে সাধনা রানী মৃত।’

সর্বশেষ খবর