মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিদেশিদের নয়, জনগণের প্রেসক্রিপশনে হবে জাতীয় নির্বাচন : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক বিদেশি বন্ধু নানা ধরনের প্রেসক্রিপশন দিচ্ছেন। কিন্তু স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে বলতে চাই, কোনো বিদেশি বন্ধুদের প্রেসক্রিপশনে নয়, দেশের সাধারণ জনগণের প্রেসক্রিপশনে হবে জাতীয় নির্বাচন। গতকাল রাজধানীর শ্যামপুর থানার বাগিচা এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, দেশ ও জনগণের স্বার্থে যে কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। কিন্তু সংবিধান পরিপন্থী কোনো আবদার গ্রহণ করতে পারি না। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আমরা ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে দেশ ও জাতির স্বার্থে নির্বাচনের আগে জোট-মহাজোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে হতে পারে।

সর্বশেষ খবর