বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সরকার অস্তিত্ব টিকিয়ে রাখতে বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণকে নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলের কর্মসূচি বানচাল করার জন্য। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে আগামী শনিবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির গণমিছিল সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। রিজভী আহমেদ বলেন, সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ বিএনপি মহাসচিব ও জাতীয় গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা এখন সাজা ও বন্দির শিকার হচ্ছেন। যারাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছেন, তারাই শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হচ্ছেন। সরকার গণতন্ত্রের পক্ষের নেতাদের নতজানু করতে না পেরে এখন সাজা দেওয়ার হিড়িক শুরু করেছে। বিএনপির এ নেতা বলেন, ঢাকাসহ প্রায় সারা দেশে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন গড়ে ২০ জনের অধিক লোক ডেঙ্গুতে মারা যাচ্ছেন। সরকারের উদাসীনতার কারণেই লাশের সারি ক্রমান্বয়ে বাড়ছে।

সর্বশেষ খবর