বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিচারক সংকটের কারণে মামলার জট কমানো যাচ্ছে না

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

সাতক্ষীরা প্রতিনিধি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারক সংকটের কারণে মামলার জট কমানো যাচ্ছে না। অনেক কমসংখ্যক বিচারক দিয়েই মামলা চালাতে হচ্ছে। এত বেশি মামলা যা স্বল্পসংখ্যক বিচারক দিয়ে কমানো সম্ভব হবে না।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে নির্মাণাধীন ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধনের পর এ কথা বলেন। পরে তিনি সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। এ সময় এক আলোচনা সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমি কুষ্টিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে সংগ্রাম করতে করতে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছি। সংগ্রাম কখনো বিফলে যায় না। সুতরাং ওপরে উঠতে গেলে সংগ্রাম করতে হবে। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

সর্বশেষ খবর