রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জনপ্রতিনিধিদের চেষ্টায় জনগণের ভাগ্য বদল করা সম্ভব : তাজুল

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর সব উন্নত দেশের উন্নয়নের ইতিহাস জনপ্রতিনিধিদের মাধ্যমেই পরিবর্তিত হয়েছে। জনপ্রতিনিধিরা যদি দক্ষ হয়, তার ছোঁয়া জনগণের জীবনেও প্রভাব ফেলে। জনপ্রতিনিধিরা চেষ্টা করলে, দৃঢ়প্রতিজ্ঞ থাকলে জনগণের ভাগ্যের আমুল পরিবর্তন সম্ভব।

গতকাল রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় মানুষ সুযোগ পেলে অনেক কঠিন সমস্যারও সহজ সমাধান করা সম্ভব। এ সময় স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজস্ব আদায়ের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সর্বশেষ খবর