রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কবর থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে আনার সুযোগ নেই : ইনু

নিজস্ব প্রতিবেদক

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর দিয়েছিল। বিএনপি ১৯৯৬ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফলাফল মানেনি। কবর থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে আনার সুযোগ নেই। গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। ইনু আরও বলেন, এখন বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের নামে ছদ্মবেশে বিএনপির প্রক্সি সরকার আনা। বিএনপি তাদের ছদ্মবেশী প্রক্সি সরকার এনে ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের খুনিদের ক্ষমতার অংশীদার করতে চায়। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে ও মো. নুরুন্নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, হাজী ইদ্রিস ব্যাপারী, অ্যাডভোকেট মুহিবুর রহমান, মফিজুর রহমান বাবুল, এ কে এম শাহ আলম, মো. মনির হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর