মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে গণসংবর্ধনা প্রদানে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগদানের জন্য ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। এ সময় তাঁকে গণসংবর্ধনা প্রদানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। এ লক্ষ্যে ৯ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি জাকারিয়া চৌধুরী। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিউইয়র্কে বিপুল সংবর্ধনা দেওয়া হবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে নানা প্রস্তুতি চলছে। জাকারিয়া বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর হিসেবে পরিচিত আওয়ামী লীগ ও তার সরকার একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মার্কিন মুলুকে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ অবস্থায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীকে যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র সুব্রত তালুকদার। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে জননেত্রী শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি সফল ও সার্থক করার লক্ষ্যে আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে সিটির প্রতিটি বরোয় গণসংযোগসহ দিনরাত পরিশ্রম করছি।

সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সহসভাপতি আবদুল মতিন পারভেজ, উপদেষ্টা আমিনুল ইসলাম জিলানী কলিন্স, উপদেষ্টা সাহিদা সিকদার হাই, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ চৌধুরী, কুইন্স বরো আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, সহসভাপতি সমিরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ম্যানহাটান বরো আওয়ামী লীগের প্রেসিডেন্ট ফজলুল কাদের, ব্রুকলিন বরো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

সর্বশেষ খবর