মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সুপ্রিম কোর্ট বার সভাপতি

বরখাস্ত ডিএজিকে দূতাবাসে জায়গা দেওয়া ঠিক হয়নি

৫১০ আইনজীবীর বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে ঢাকার মার্কিন দূতাবাসে জায়গা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির। ড. ইউনূসের মামলার বিচার স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশিদের চিঠির প্রতিবাদে সুপ্রিম কোর্টের ৫০১ জন আইনজীবীর বিবৃতির বিষয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সমিতির এক নম্বর হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি তুলে ধরেন বারের সম্পাদক অ্যাডভোকেট আবদুন নুর দুলাল। সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকির ছাড়াও সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে মোমতাজ উদ্দিন ফকির বলেন, বরখাস্তকৃত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া যেটা করেছেন তা আইনের লঙ্ঘন। বিতর্ক সৃষ্টি করার জন্যই তিনি এ কাজ করেছেন। মার্কিন দূতাবাসে তিনি নিজ উদ্যোগে গেছেন। অনুমতি ছাড়া সাধারণ মানুষ তো সেখানে যেতে পারেন না। তাহলে কেন তাকে পরিবারসহ ডেকে নেওয়া হয়েছে। তাকে ডেকে নিয়ে তারা কাজটা ঠিক করেনি। লিখিত বক্তব্যে আবদুন নুর দুলাল বলেন, সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের আলোকে মামলার কার্যক্রম চলমান থাকার আদেশের পর বিদেশি সুশীল নাগরিকরা ড. ইউনূসের মামলার কার্যক্রম স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন।

এই চিঠি বিচারব্যবস্থার প্রতি তাদের অসম্মান প্রদর্শন করারও শামিল।

 

 

সর্বশেষ খবর