মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
কক্সবাজারের ট্রলারে ১০ লাশ

তদন্ত কাজ শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র উপকূলে ডুবন্ত ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই চার্জশিট দাখিল করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার ৯ আসামিকে জিজ্ঞাসাবাদ, আদালতে দেওয়া ছয়জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা ও অনুসন্ধান চালিয়ে পুলিশ মোটামুটি নিশ্চিত হয়েছে, সাগরে মাছ ধরার ট্রলারে লুটপাট (ডাকাতি) চালাতে গিয়ে ডুবে যাওয়া ১০ ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই ভাড়াটে। তাদের ট্রলারটিকে ডাকাতি করতে সাগরে পাঠিয়েছিলেন মহেশখালীর সোনাদিয়ার জলদস্যু খাইরুল বশর ওরফে সুমন। ডাকাতির কাজে সহযোগিতা করেন মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

সর্বশেষ খবর