মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সমমনা প্রগতিশীল ইসলামী জোটের আত্মপ্রকাশ কাল

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ১৫টি সমমনা ইসলামী দলের সমন্বয়ে আগামীকাল আত্মপ্রকাশ ঘটবে প্রগতিশীল ইসলামী জোটের। জোটের চেয়ারম্যান থাকবেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। এম এ আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইতোমধ্যেই একাধিক বৈঠক করে জাতীয় প্রেস ক্লাবে জোটের আত্মপ্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। কো-চেয়ারম্যান থাকবেন প্রতিটি দলের প্রধানরা।

জানা যায়, প্রগতিশীল ইসলামী জোটভুক্ত দলগুলো হচ্ছে- ইসলামী গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফ্রন্ট, ইসলামী লিবারেল পার্টি, বাংলাদেশ গণআজাদী লীগ, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি), সাধারণ ঐক্য আন্দোলন, গণঅধিকার পার্টি, বিডিপি, বাংলাদেশ গণতন্ত্র মানবিক পার্টিসহ আরও কয়েকটি।

 

সর্বশেষ খবর