বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মানুষের স্বাস্থ্যসেবা দিতে সরকার ব্যর্থ

আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গোটা ঢাকা শহরের মানুষ ডেঙ্গুর মধ্যে বাস করছে। দেশের মানুষ অতিষ্ঠ। লাখ লাখ কোটি টাকা ব্যয় হচ্ছে স্বাস্থ্য খাতে। অথচ মানুষের স্বাস্থ্যসেবা দিতে সরকার ব্যর্থ। গতকাল বিকালে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক তিন দিনের লিফলেট বিতরণ কর্মসূচির প্রথম দিনে গতকাল ঢাকা উত্তরের মিরপুর জোনে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের কাছে এ অনুষ্ঠান হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করা হচ্ছে।

ব্যাংক ও শেয়ারবাজার লুট করা হচ্ছে। দুর্নীতির মাধ্যমে মেগাপ্রজেক্টে লুটপাট হচ্ছে। স্বাস্থ্যসেবার নামে লাখ লাখ কোটি টাকা লুট করায় দেশের মানুষকে আজ ডেঙ্গুর শিকার হতে হচ্ছে। প্রতিদিন অনেক মানুষের জীবন যাচ্ছে। স্বাস্থ্য খাতে প্রচুর টাকা ব্যয় করেও দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ব্যর্থ হয়েছে।

সর্বশেষ খবর