শিরোনাম
বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জামালপুরের ডিসির বক্তব্য খতিয়ে দেখা হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের পক্ষে ভোট চেয়ে আলোচনায় আসা জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদের বক্তব্য খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়। নির্বাচন নিয়ে ডিসি যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কি না তা-ও যাচাই করা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে জামালপুরের ডিসি বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি।

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা সমালোচনা শুরু হয়।

সর্বশেষ খবর