বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
নাটোর-৪ উপনির্বাচন

মনোনয়ন কিনলেন ১৭ আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন দুই উপজেলার ১৭ নেতা। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এ কথা জানান। এই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন প্রয়াত সংসদ সদস্য আবদুল কুদ্দুসের মেয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহমদ আলী, সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ আলী, রাজশাহী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক এস এম রফিকুল পারভেজ, জেলা আওয়ামী লীগের সদস্য রতন কুমার সাহা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আরিফুল ইসলাম সরকার।

বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম আসাদ-উজ জামান, সহসভাপতি এ কে এম শাহজাহান কবির, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, উপ-কমিটির সাবেক সদস্য সুব্রত কুমার কুন্ডু, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. আতিকুর রহমান, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আবদুল কুদ্দুসের মৃত্যুতে আসন শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর