মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বান্দরবানে চাঁদাবাজি করতে গিয়ে গুলিবিদ্ধ কেএনএফ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় চাঁদা আদায়কালে নিরাপত্তাবাহিনীর গুলিতে আহত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বয়রাম লিয়ান বম (২৫) নামে এক সন্ত্রাসী আটক হয়েছেন। স্থানীয় সূত্র জানান, উপজেলার প্রধান বাজারে সাপ্তাহিক হাটের দিনে সাদা পোশাক পরিহিত কেএনএফ-এর চার-পাঁচজনের একটি সশস্ত্র গ্রুপ চাঁদা তুলতে আসে। এ সময় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে সশস্ত্র গ্রুপটি। নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি চালালে কেএনএফের এক সদস্যের পিঠে ও পায়ে গুলি লাগে। এ সময় গ্রুপের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিরাপত্তাবাহিনী সূত্র জানান, আহত বয়রাম লিয়ান বমের কাছ থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। তাকে প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। রুমা থানার ইন্সপেক্টর মোহাম্মদ আবুল হাসেম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ধারায় রুমা থানায় মামলা করা হবে। আটক সন্ত্রাসীর কমব্যাট পোশাক পরিহিত একাধিক ছবি ও ভিডিও পেযেছে নিরাপত্তা বাহিনী।

 

সর্বশেষ খবর