বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
ডাইভার্সএশিয়ার আন্তর্জাতিক সম্মেলন শুরু

উচ্চশিক্ষায় বিশেষ চাহিদাসম্পন্নদের সুযোগের সমতার ওপর গুরুত্বারোপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগের সমতা সৃষ্টি করা সম্ভব। এতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে দূরত্ব তা সহজেই দূর হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে গতকাল বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষার ওপর ডাইভার্সএশিয়া প্রকল্পের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) উদ্যোগে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খাঁন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। ডাইভার্সএশিয়া প্রকল্পের গবেষক হিসেবে আছেন বুয়েটের আইআইসিটির অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সম্মেলনের প্রধান লক্ষ্য হলো উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে তাদের সমবয়সীদের মতো সমান সুবিধা লাভ করতে পারে এবং ডিজিটাল প্রশিক্ষণ সামগ্রীগুলো সহজে ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা। ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং নির্দেশিকা, চেকলিস্ট এবং অনুশীলনগুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নিয়োজিত প্রশিক্ষকদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ এবং সরঞ্জাম সরবরাহ করা। ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, ডাইভার্সএশিয়ার সঙ্গে বুয়েটের সম্পর্কের ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের যে দূরত্ব তা দূর হবে এবং তারা একসঙ্গে ডিজিটাল মাধ্যমগুলো যেমন ওয়েবসাইট, সফটওয়্যার অ্যাপলিকেশন, ইলেকট্রনিক ডকুমেন্টস প্রভৃতি সহজে ব্যবহার করতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর