বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নিয়ে পাল্টাপাল্টি দাবি

নিজস্ব প্রতিবেদক

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিজ্ঞপ্তি প্রকাশের পর এর জবাব দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইনের যেসব ধারা উল্লেখ করেছে ইউজিসি, তা আংশিক ও খণ্ডিত বলে মনে করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত আইনসঙ্গত ও যথার্থ।

এর আগে মঙ্গলবার ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অন্য ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ কেন নেওয়া হয়েছে- সে বিষয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চায়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর সুস্পষ্ট লঙ্ঘন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর