বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিশেষ টাস্কফোর্স গঠন করে বাজার নিয়ন্ত্রণ দাবি ইসলামী জোটের

নিজস্ব প্রতিবেদক

বিশেষ টাস্কফোর্স গঠন করে বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রগতিশীল ইসলামী জোট। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিও জানায় জোটটি। গতকাল রাজধানীর কলাবাগানে প্রগতিশীল ইসলামী জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ দাবি জানানো হয়। জোটের চেয়ারম্যান এম এ আউয়াল সভাপতির বক্তব্যে বলেন, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূলের কারণে মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার কারণে সরকারি কোনো নির্দেশনা কাজে লাগছে না। বৈঠকে অংশ নেন মাওলানা হারিছুল হক, সৈয়দ সামসুল আলম হাসু, আতাউল্লাহ খান, মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুল, সামসুল আলম চৌধুরী, অধ্যাপক কাজী মহিউদ্দিন সৌরভ, খন্দকার এনামুল নাছির, সুলতান জিসান উদ্দিন প্রধান, ফয়েজ আহমেদ চৌধুরী, মাওলানা আতাউর রহমান আতিকী, মো. নাঈম হাসান, ডা. মোহাম্মাদ সম্রাট জুয়েল, মো. আখতার হোসেন, হাবিব উদ্দিন আহম্মেদ, মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও জোটের সমন্বয়কারী অ্যাডভোকেট নুরুল ইসলাম খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর