রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভিসা নিষেধাজ্ঞা সরকারের জন্য অশনিসংকেত

জেএসডি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা সরকারের প্রতি অশনিসংকেত বলে মনে করে জেএসডি। তারা ‘প্রহসনমূলক ও একতরফা নির্বাচনের পাঁয়তারা পরিহার করে’ অবিলম্বে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে। গতকাল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের অভাবে ক্ষমতাসীনদের তথাকথিত ‘বিশ্বের রোল মডেল’ বাংলাদেশ আজ নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডা, নিকারাগুয়া ও বেলারুশের সমমর্যাদায় চিহ্নিত হচ্ছে। জেএসডির শীর্ষ দুই নেতা বলেন, সরকারের দীর্ঘদিনের অগণতান্ত্রিক অপশাসন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন করাই হবে বিদ্যমান বহুমুখী সংকটের আপৎকালীন সমাধান।

সর্বশেষ খবর