মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

যে পরিমাণ লোক বাইরে যাচ্ছে সে অনুপাতে রেমিট্যান্স বাড়ছে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদেশে যে পরিমাণ লোক যাচ্ছে সে পরিমাণে রেমিট্যান্স বাড়ছে না। এটি খতিয়ে দেখা প্রয়োজন। রেমিট্যান্স বাড়ানো গেলে দেশের চলমান ডলার সংকটসহ অনেক সমস্যার সমাধান হতো। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘সরকারি আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী সামিটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। সামিটে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভর্ন্যান্স গ্লোবাল প্র্যাকটিস দফতরের ব্যবস্থাপক হিশাম ওয়ালি ও বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের প্রধান (কান্ট্রি ডিরেক্টর) আবদুলায়ে সেক। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার চেয়ার হিসেবে ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, মোহাম্মদ তারেক, ফজলে কবীর, মোহাম্মদ মুসলিম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

সর্বশেষ খবর