বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন মাসের আগাম বুকিং দিলে ডলারের দাম পড়বে ১১৩.৮৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

আমদানিকারকরা এখন সর্বোচ্চ তিন মাসের জন্য ডলারের অগ্রিম বুকিং দিতে পারবেন। ডলারের বর্তমান দাম ১১০ টাকা ৫০ পয়সা হিসাবে তিন মাসের জন্য বুকিংয়ের ক্ষেত্রে দাম পড়বে ১১৩.৮৫ টাকা। আর কোনো আমদানিকারক যদি তিন মাসের কম সময়ের জন্য ডলার বুকিং দেন, সে ক্ষেত্রে আনুপাতিক হারে ডলারের দাম নির্ধারণ করে দেবে ব্যাংকগুলো। গতকাল বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ডলারের জোগান ও চাহিদার ওপর নির্ভর করে সময়-সময় ডলারের দাম নির্ধারণ করে আসছে।

ডলারের আনুষ্ঠানিক দাম প্রতি মাসেই বাড়ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাস থেকে পণ্য বা সেবা খাতের রপ্তানি আয় ও প্রবাসী আয়ের ডলার কেনায় দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আর আমদানিকারকদের জন্য ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা।

সর্বশেষ খবর