বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অভিযানে বন্ধ ১৬৪ অবৈধ হাসপাতাল-ক্লিনিক

জরিমানা অর্ধ কোটি

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে অভিযান চালিয়ে ১৬৪টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর। এ ছাড়া জরিমানা করা হয়েছে ৪৯ লাখ ৫ হাজার টাকা। অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. হাবিবুল আহসান তালুকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সম্প্রতি শুরু হওয়া এ অভিযানে গত রবিবার পর্যন্ত এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ২ হাজার ৪৬টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। অভিযানে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে ঢাকায় ৩৬টি। এ ছাড়া চট্টগ্রামে ৩৩টি, রংপুরে ১৪টি, রাজশাহীতে ১৮টি, বরিশালে ২৫টি, খুলনায় আটটি, সিলেটে ১০টি ও ময়মনসিংহে ২০টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এ ছাড়া জরিমানা করা হয়েছে ৪৯ লাখ ৫ হাজার টাকা। এর মধ্যে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে চট্টগ্রামে ২৮ লাখ ৮৯ হাজার টাকা। এ ছাড়া ঢাকায় ৮ লাখ ৯৫ হাজার টাকা, রংপুরে ২০ হাজার টাকা, রাজশাহীতে ৩ লাখ ৬৭ হাজার টাকা, বরিশালে ১ লাখ ৬ হাজার টাকা, খুলনায় ৪ লাখ ৭৫ হাজার টাকা, সিলেটে ১০ হাজার টাকা ও ময়মনসিংহে ১ লাখ ৪৩ হাজার টাকা। অভিযানে ঢাকা ও চট্টগ্রামে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকার ও তিনজন চট্টগ্রামের।

সর্বশেষ খবর