বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামের কাগতিয়ায় মিলাদুন্নবী মাহফিল

চট্টগ্রাম নগরীর বায়েজিদের কাগতিয়া দরবারের মাহফিলে বক্তারা বলেছেন, ধূলির ধরায় রহমাতুল্লিল আলামিন হয়ে শুভাগমন করেন হাবিবে খোদা (সা.)। তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আর বর্তমানে কাগতিয়া দরবার আধ্যাত্মিকতা চর্চার আলোকে শান্তি প্রতিষ্ঠার পথ দেখিয়ে যাচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল মুনিরীয়া যুব তবলিগ কমিটি আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।

এ উপলক্ষে ২ হাজার ৫৯টি খতমে কোরআন, ১৩৭টি তাহলিল, ৬২টি খতমে ইউনুস ও ৫২টি দরুদে সাইফুল্লাহ আদায় করা হয়। পরে দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর